ভূমিকম্প প্রতিরোধে রডের জয়েন্টে কাপলারের গুরুত্ব এবং সুবিধা

ইঞ্জিনিয়ার গোলাম হোসেন ফারহান

কনসালটেন্ট, ফ্রিহোল্ড কনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট

Table of Contents

আমরা দেখতে পেয়েছি সমগ্র দেশের কাঠামোগত উন্নয়ন।আর সেই কাঠামোগত উন্নয়নকে আমরা মাপতে পারি প্রতিনিয়ত রডের বা স্টিলের চাহিদা বৃদ্ধির মাধ্যমে।গত অর্থবছরে বাংলাদেশে মোট স্টিলের চাহিদা ছিল ৬১,১২,০০৯ মেট্রিক টন প্রায় , যা দুই বছর আগেও ২০২১-২২ অর্থবছরেও ছিল ৫৯,৪৫,৩৭০ মেট্রিক টন প্রায়। এই ক্রমবর্ধমান স্টিল বা নির্মাণ লৌহের চাহিদা বৃদ্ধির সাথে সাথে বাড়ছে এর উৎপাদনের সাথে জড়িত, জ্বালানী বৃদ্ধি, পরিবেশে নিঃসৃত কার্বনের পরিমান বৃদ্ধি , কাঁচামাল কেনার জন্য বছরে বছরে বৈদেশিক মুদ্রা খরচের পরিমান বৃদ্ধি তার সাথে সাথে ভূগর্বস্থ পানি ও প্রাকৃতিক গ্যাসের খরচ বৃদ্ধিতো আছেই।

আধুনিক নির্মাণ এখন সভ্যতা ধ্বংস করে নয় , সবুজ বিপ্লবের পক্ষে কথা বলে।আধুনিক নির্মাণে এখন ব্যবহৃত হচ্ছে উচ্চ শক্তির রড যা কিনা প্রাচীন ধারণার রডের তুলনায় অনেক শক্তিশালী , সাশ্রয়ী , ভূমিকম্প সহনশীল এবং প্রকৃতি বান্ধব।

শুধুমাত্র উচ্চশক্তির রডই নয় , নির্মাণে রডের ব্যাবহার ও খরচ কমানোর জন্য পরিবর্তন আসছে নির্মাণ কৌশলেও।তেমনি একটি কৌশলের নাম হলো “রিবার কাপলার” (Rebar Coupler) বা রডের মেকানিকাল জয়েন্ট।

কাপলার বা রডের মেকানিকাল জয়েন্ট আসলে কি ?

নির্মাণে রডের সাথে রডের জোড়া লাগানোর আধুনিক পদ্ধতি।কাপলার, যা মেকানিকাল জয়েন্ট নামেও পরিচিত, একটি যন্ত্র যা দুটি রডের প্রান্তকে মেকানিক্যালি সংযুক্ত করে।কাপলার সাধারণত ধাতব তৈরি হয় এবং এটি রডের শেষ প্রান্তগুলোর মধ্যে থ্রেড ও পেঁচের মাধ্যমে একটি দৃঢ় সংযোগ স্থাপন করে।কাপলার ব্যবহারের মাধ্যমে রডের মধ্যে একটি শক্তিশালী, সুষম এবং স্থায়ী সংযোগ সৃষ্টি করা যায় যা ল্যাপিংয়ের তুলনায় অনেক বেশি নির্ভরযোগ্য এবং কার্যকর।কাপলার ব্যবহারের সুবিধা হলো এটি দ্রুত এবং সহজে রডের সংযোগ স্থাপন করতে পারে, যার ফলে নির্মাণের সময় ও খরচ কমে আসে।

এখন যদি বলি ল্যাপিং কি ?

ল্যাপিং হলো একটি প্রক্রিয়া যেখানে দুটি রডের প্রান্ত একে অপরের উপর রেখা দিয়ে চাপানো হয়।এই প্রক্রিয়ায়, রডের শেষ প্রান্তগুলো একে অপরের সাথে মিশে যায় এবং একটি সমন্বিত অংশ তৈরি হয়।এটি সাধারণত স্টিলের রডে ব্যবহৃত হয় এবং কাঠামোগত সংযোগের জন্য তামার তার কিংবা ঝালাই ব্যাবহার হয়।ল্যাপিংয়ের মাধ্যমে তৈরি সংযোগে মূলত সিমেন্ট কনক্রিট বা অন্যান্য মেটেরিয়াল দ্বারা শক্তিশালী করা হয়।ল্যাপিং প্রক্রিয়া তুলনামূলকভাবে সহজ হলেও,এটি অনেক সময় এবং শ্রমসাধ্য হতে পারে এবং নির্ভরযোগ্যতা বাড়ানোর জন্য অতিরিক্ত শক্তি প্রয়োগের প্রয়োজন হতে পারে।

কাপলার কেন ল্যাপিং এর তুলনায় ভালো ?

এই কাপলার বা মেকানিক্যাল জয়েন্ট নির্মাণে ল্যাপিং এর তুলনায় শুধু মাত্র নির্মাণ কাজ সহজই করে না , জয়েন্টকে করে আরও অধিক শক্তিশালী , বাঁচায় নির্মাণের সময় ও খরচ।যা নির্মাণের জন্য প্রকাশিত আন্তর্জার্তিক কোডের মাধ্যমেও সমর্থিত , বিশেষকরে ভূমিকম্প সহনশীলতায় যা অতি আবশ্যক।

নির্মাণ কাজ 

কাপলার বা মেকানিক্যাল জয়েন্টের মাধ্যমে রডের সংযোগ একদম সহজ একটি কাজ।

বাংলাদেশে এখন পর্যন্ত দুটি বৃহৎ স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠান দুটি বিখ্যাত এবং আন্তর্জাতিক ভাবে স্বনামধন্য দুটি প্রতিষ্ঠানের (ডেক্সটরা ও লেভিয়েট) কাপলার যথাক্রমে থাইল্যান্ড ও মালয়শিয়া থেকে আমদানি করে এবং তা ব্যাবহারকারীদের সরবরাহ করে। সরবরাহের সময় প্রতিষ্ঠান দুটি নির্মাণের চাহিদা মত রডকে লম্বায় কেটে তার প্রান্তভাগে স্ট্যান্ডার্ড অনুসারে থ্রেড করে দেয়।

নির্মাণ সাইটে তাই রড কাটা, তামার তার দিয়ে বাঁধা কিংবা ঝালাইয়ের কোন বালাই নাই। একটি রডের শেষ প্রান্তের কাটা থ্রেডের মধ্যে ঐ রডের জন্য নির্দিষ্ট কাপলারের অর্ধেক ঘুরিয়ে ঘুরিয়ে ঢুকাতে হবে এবং অনুরূপভাবে অপর রডকেও সংযোগে আনতে হবে। খুবই সহজ এবং আনন্দদায়ক একটি কাজ।

সম্প্রতি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর বাংলাদেশে কাপলার তৈরী ও দক্ষ কারিগর দ্বারা সাইটে থ্রেড কাটার একটা পদ্ধতি নিয়ে কাজ করছেন। আশাকরবো দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের এই শিক্ষকের কাছ থেকেও আমরা আধুনিক ও মানসম্পন্ন নির্মাণ সামগ্রী পাবো, যা আমাদের নির্মকৌশলকে আরও সহজ করে তুলবে।


নির্মাণের সময় বাঁচানোর উপকারিতা

যেহেতু রড উৎপাদনকারী প্রতিষ্ঠান দুটো তাদের নিজেদের ফ্যাক্টরিতে গ্রাহকের চাহিদামত সাইজের রড কেটে স্ট্যান্ডার্ড অনুসারে রডের প্রান্তভাগে থ্রেড করে দেয় এবং সাথে কাপলারগুলো সুন্দর করে প্যাকেট করে দেয়, তাই নির্মাণ সাইটে খুব সহজেই নির্ভুলভাবে যেই কোন শ্রমিকই খুবই কম সময়ের মধ্যে এটি ড্রইং বা প্ল্যান অনুসারে বসাতে বা ইন্সটল করতে পারে।

এবং এতে নির্মাণ সাইটে রড কাটা, তামার তার দিয়ে তা বাঁধা কিংবা ঝালাইয়ের মত ঝামেলা খুব সহজেই এড়ানো যায়, যা নির্মাণ কাজের সময় অনেক সাশ্রয় করে।


মেকানিক্যাল জয়েন্ট বা কাপলার জয়েন্ট ল্যাপিং অপেক্ষা অধিক শক্তিশালি ও নিরাপদ

কারণ ল্যাপিংএর শক্তি নির্ভর করে অনেকগুলো বিষয়ের উপর, যেমনঃ

১. কোড অনুসারে প্রত্যেক ডায়ামিটার ও রডের গ্রেড মেনে সঠিকভাবে ল্যাপিং দৈর্ঘ্য মানা হচ্ছে কিনা (যা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের দেশে মানেনা এমনকি জানেও না),
২. সঠিকভাবে তামার তার বা গুনার তার দিয়ে বাঁধা কিংবা ঝালাইয়ের উপর,
৩. কনক্রিটের শক্তির উপর (যা অন্যতম গুরুত্বপূর্ণ)।

অর্থাৎ, ল্যাপিং এর শক্তি স্বাধীন না বরং নির্ভরশীল অন্য অনেক কিছুর উপর।

পক্ষান্তরে, কাপলার বা মেকানিক্যাল জয়েন্ট একটি স্বাধীন ও অধিক শক্তিশালি পন্থা দুইটি রডের জোড়া লাগানোর জন্য।
জেনে অবাক হবেন যে, সাধারনত রডের চেয়েও বেশি শক্তিশালি হয় একটি উন্নতমানের মেকনিক্যাল জয়েন্ট বা কাপলার জয়েন্ট।

কারণ, কাপলারের জয়েন্টের অন্যতম শর্ত হল লোড টেস্টে রড ছিঁড়ে যাবে তাও কাপলারের জয়েন্ট থেকে দূরে কিন্তু জয়েন্ট ছিঁড়া যাবেনা। এটি সম্পূর্ণ স্বাধীন যা কনক্রিটের শক্তি কিংবা অন্য কোন কিছুর উপর নির্ভর করেনা।

👉 তাই নিশ্চিন্তে এবং নিরাপদে লোড বহন করে শিখর থেকে শিকড়ে।


ভূমিকম্প প্রতিরোধী

ভূমিকম্প প্রতিরোধী ভবন বা স্থাপনা তৈরি করতে হলে বিম-কলাম সংযোগস্থলে রডের সঠিকভাবে বিন্যাস এবং সব রডের মাটাম স্থাপন সঠিকভাবে করতে হয়।

আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল ল্যাপিং বা ওয়েল্ডিং এর মাধ্যমে রডের সংযোগ দিতে হয় বিম এবং কলামের নির্দিষ্ট কিছু স্থানে, যেখানে মোমেন্ট শূন্য আসবে। তবে এই সংযোগ কখনোই বিম-কলাম সংযোগস্থলের ভেতরে বা কাছে দেওয়া উচিত নয়।

কিন্তু বাস্তবে দেখা যায়, অনেক কারিগর রডের অপচয় কমাতে রডের সংযোগ বিম-কলাম সংযোগস্থলের কাছে বা ভেতরে করে থাকে। এতে ভবনটি ভূমিকম্পের সময় ধসে পড়ার ঝুঁকিতে থাকে।

রিবার কাপলার ব্যবহার করলে রডের সংযোগের স্থানের স্বাধীনতা বাড়ে, ফলে ভবন ভূমিকম্প প্রতিরোধী হওয়ার পাশাপাশি রডের অপচয়ও কম হয়।


রিবার কনজেশন বা রডের জট পরিহার

উচ্চশক্তির রডের ব্যবহার যেমন বিম-কলাম জয়েন্টে রডের জট কমাতে সাহায্য করে, তেমনি কাপলারের ব্যাবহার সেইসব জয়েন্টে যদি রডের সংযোগ প্রয়োজন হয় সেই জট পরিহার অব্যাহত রাখে।

👉 যা কিনা কংক্রিটকে সহজেই জায়গা দেয় এবং জয়েন্টকে করে শক্তিশালী ও ভূমিকম্পসহ সকল ধরণের দূর্যোগে অধিক টেকসই উপযোগী।


খরচের তুলনা

মোটামুটি ২০ মিলিমিটার বা তার অধিক ডায়ামিটারের রডের জন্য কাপলার জয়েন্ট নিশ্চিন্তে সাশ্রয়ী ল্যাপিং এর তুলনায়। কখনও কখনও দেখা যায় ১৬ মিলিমিটার রডের ক্ষেত্রে সমান কিংবা কিছুটা সাশ্রয় হয়।

নিরাপত্তা ও খরচের কথা চিন্তা করে বিশ্বের বিভিন্ন দেশের বিল্ডিং কোড মোটা ডায়ামিটারের রডের ক্ষেত্রে ল্যাপিং না করে কাপলার ব্যবহারের প্রতি উৎসাহ প্রদান করেছে।


কত রকমের কাপলার ও থ্রেডিং রয়েছে?

নির্মাণের চাহিদার উপরে ভিত্তি করে বিভিন্ন রকমের কাপলার বাংলাদেশে পাওয়া যাচ্ছে।

  • Threaded Coupler – বড় এবং ছোট দুই ধরণের ডায়ামিটারের রডের মধ্যে সংযোগ স্থাপন করতে পারে।

  •  Anchor Coupler – রডের শেষপ্রান্তকে আটকে রাখার কাজ করে।

  • Cold Pressed Coupler – যেখানে রডের থ্রেড করা সম্ভব নয় সেখানে এগুলো উপযুক্ত।

থ্রেডিং এর প্রকারভেদঃ

  • টাইপ ওয়ান (সনাতন – রডের উপরিভাগ চেঁছে ফেলে থ্রেড করা)

  • টাইপ টু (Forging করে থ্রেড করা – রডের গুনগত মান ঠিক থাকে)

কার্যকারিতা অনুযায়ীঃ

  • টাইপ A – Half Thread

  • টাইপ B – Full Thread

  • টাইপ C – Extended Thread (Lock Nut সহ)

👉 আমাদের দেশের বেশিরভাগ কাজের জন্য Half Thread (Type A)-এর চাহিদা বেশি।


বাংলাদেশের প্রেক্ষাপটে সেরা কাপলার সার্ভিস

বাংলাদেশে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান Freehold Construction & Development কাপলার সরবরাহ করে। তবে বাজারে আরও কিছু ছোটখাট প্রতিষ্ঠান আছে যারা নিম্নমানের কাপলার আমদানি করে যেগুলোতে স্ট্যান্ডার্ড মেনে তৈরী করা হয়না। বাংলাদেশের সবচেয়ে ভালো Threading করে থাকে Freehold Construction & Development 

ভালো কাপলার চিনবেন যেভাবে:

একটি Tensile টেস্টে কাপলারসহ রড টানা হলে রড ছিঁড়বে থ্রেডিং অংশ থেকে দূরে, কিন্তু কাপলার ছিঁড়বে না।

Rebar Coupler FCD Bangladesh
Rebar Coupler FCD 05

Fill out the form below to inquire about Price

Rebar Coupler Price Request Form

For Any Information About Rebar Coupler Please Call