এঙ্কর কাপ্লার ম্যানুয়াল (Anchor Coupler or Headed Bar Manual)

প্রফেসর ডঃ ইঞ্জিঃ মোঃ জাহাঙ্গীর আলম
প্রাক্তন অধ্যাপক, ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, বুয়েট
লিড কনসালটেন্ট, ফ্রিহোল্ড কন্সট্রাকশন এবং ডেভেলপমেন্ট
Table of Contents
এঙ্কর কাপ্লার (anchor coupler or headed bar) কি?
কনক্রীটের কলাম (পিলার) এবং বীমের শেষ প্রান্ত এবং বীম-কলাম জয়েন্টে রড মাটাম করতে হয়। অর্থাৎ, রডকে ৯০ ডিগ্রী কোণে বাঁকাতে হয়। বাঁকানো অংশের দৈর্ঘ্য রডের ব্যাসের ১২ গুন হতে হয়। উদাহরণস্বরূপ, ২৫ মিলিমিটার (১ ইঞ্চি) ব্যাসের রডের জন্য ১২ ইঞ্চি মাটাম দিতে হয়। এই মাটামের পরিবর্তে রডের শেষ প্রান্তে বিশেষভাবে তৈরী একটা মোটা নাট লাগানো হয় যাকে এঙ্কর কাপ্লার বলে। এটার আরেক নাম হেডেড বার (headed bar)
এঙ্কর কাপ্লার ব্যবহারের সুবিধাসমূহঃ
১। ভূমিকম্পসহনীয়ঃ ভূমিকম্পসহনীয় বিল্ডিং বা স্থাপনা বানাতে হলে বীম-কলাম জয়েন্টে সবগুলো রডের মাটাম ঠিকমত করতে হয়। বীম-কলাম জয়েন্টে কলামের রিং দেয়া বাধ্যতামূলক। কিন্তু, বাস্তবে দেখা যায় মিস্ত্রীরা কলামের রিং এবং বীমের রডের মাটাম দিতে হিমশিম খায়। বেশীরভাগ ক্ষেত্রে সঠিকভাবে মাটাম দেয় না। এতে বিল্ডিং ভূমিকম্পের সময় বিল্ডিং ভেঙ্গে পড়ার ঝুঁকিতে থাকে। এঙ্কর কাপ্লার ব্যবহার করলে দুঃসাধ্য মাটাম দেয়ার প্রয়োজন হয় না। এতে বিল্ডিং ভূমিকম্পরোধী হয়।
২। সহজঃ এঙ্কর কাপ্লার লাগানো অত্যন্ত সহজ। রিবার কাপ্লার বিক্রেতা কোম্পানি সাইটে স্পেশাল মেশিনের মাধ্যমে রডের প্রান্তে প্যাঁচ কেটে দেয় এবং নাটের মত দেখতে এঙ্কর কাপ্লার সাপ্লাই দেয়। সাইটে মিস্ত্রীরা রেঞ্চের মাধ্যমে অথবা হাতে এঙ্কর কাপ্লার লাগাতে পারে। অপরপক্ষে, মোটা রড বাঁকানো কঠিন এবং সময়সাপেক্ষ কাজ। এঙ্কর কাপ্লার ব্যবহারের ক্ষেত্রে এসব কোন ঝামেলা নেই।
৩। রডের জট পরিহারঃ মাটাম করতে গেলে বীম-কলাম জয়েন্টে রডের জট তৈরী হয়। এতে অনেক সময় কনক্রীট প্রবেশ করার পর্যাপ্ত জায়গা থাকে না। এঙ্কর কাপ্লার ব্যবহারে রডের জট হওয়ার কোন সম্ভাবনা থাকে না।
৪। কলাম সাইজ কমানো যায়ঃ মাটাম সিস্টেমের তুলনায় এই সিস্টেমে ডেভেলপমেন্ট লেংথ কম লাগে বিধায় কলামের সাইজ কমানো যায়।
৫। অপচয় কমেঃ রডের অপচয় কমিয়ে খরচ বাঁচায়।
এঙ্কর কাপ্লার / হেডেড বারের ডেভেলপমেন্ট লেংথ ফরমুলাঃ
এঙ্কর কাপ্লারের ব্যাসঃ
কোড অনুযায়ী হেডেড বার বা এঙ্কর কাপ্লারের কার্যকর সেকশন ক্ষেত্রফল রডের সেকশন ক্ষেত্রফলের চারগুণ হতে হবে। হিসাব করলে দেখা যায় রডের ব্যাসের তুলনায় এঙ্কর কাপ্লারের ব্যাস ২.২৫ গুণ বেশী হলে এই শর্ত পূরন হয়।


আমেরিকান কোড অনুযায়ী এঙ্কর কাপ্লারের স্পেচিফিকেশন (specification as per ACI 318-19)
- রডের স্ট্রেংথঃ ২০১৯ সালের আগের কোডগুলিতে ৬০ গ্রেডের রড ছাড়া অন্য কোন উচ্চ শক্তির রডে এঙ্কর কাপ্লার বা হেডেড বার ব্যবহার করা যেত না। এখন এই বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে। সুতরাং, যে কোন গ্রেডের রডের সাথে এঙ্কর কাপ্লার ব্যবহার করা যায়।
- রডের সাইজঃ রডের ব্যাস ৩৬ মিলিমিটার পর্যন্ত এঙ্কর কাপ্লার ব্যবহার করা যায়।
- কাপ্লারের সাইজঃ এঙ্কর কাপ্লারের কার্যকর ক্ষেত্রফলের রডের ক্ষেত্রফলের ৪ গুণ এবং এঙ্কর কাপ্লারের ব্যাস রডের ব্যাসের ২.২৫ গুণ বেশী হতে হবে।
- ক্লিয়ার কভারঃ কনক্রীটের ক্লিয়ার কভার রডের ব্যাসের ২ গুণ হতে হবে।
- রডের ব্যবধানঃ একটা রড থেকে আরেকটা মধ্যকার কেন্দ্রীয় দূরত্ব রডের ব্যাসের ৩ গুণ হতে হবে।
- কনক্রীটঃ ইটের খোয়া দিয়ে কনক্রীট বানালে এঙ্কর কাপ্লার ব্যবহার করা নিষেধ। অবশ্যই পাথরের খোয়া ব্যবহার করতে হবে যদি এঙ্কর কাপ্লার ব্যবহার করা হয়।
এ সমস্ত শর্ত মেনে এঙ্কর কাপ্লার বা হেডেড বার ব্যবহার করতে হলে নীচে প্রদত্ত চিত্রগুলো অনুযায়ী রড সাজাতে হবে।
এঙ্কর কাপ্লারের কোয়ালিটি টেস্টঃ
এঙ্কর কাপ্লারের কোয়ালিটি পরীক্ষা করার জন্য টেনসাইল স্ট্রেংথ (টান সহ্য করার শক্তি) টেস্ট করে দেখতে হয়। টেস্ট করার সময় রড যদি এঙ্কর কাপ্লারের মধ্যে ছিড়ে যায় তাহলে বুঝতে হবে কোয়ালিটি খারাপ যা ব্যবহারযোগ্য নয়। এঙ্কর কাপ্লারের ক্ষেত্রে এঙ্কর কাপ্লারের বাইরে রড ছিড়ে যায় এবং স্ট্রেংথ রডের সমান হয়। তার মানে হলো, এঙ্কর কাপ্লার টেস্টে যদি রডের প্রয়োজনীয় শক্তি পাওয়া যায় এবং সর্বোচ্চ লোডে এঙ্কর কাপ্লারের বাইরে ছিড়ে যায় তাহলে এঙ্কর কাপ্লারের কোয়ালিটি সন্তোষজনক।